Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

ঐতিহাসিক বাল শামিন মন্দির গুঁড়িয়ে দিল আইএস জঙ্গিরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৬, ২৪ আগস্ট ২০১৫

আপডেট: ১৪:১৮, ৩১ আগস্ট ২০১৫

প্রিন্ট:

ঐতিহাসিক বাল শামিন মন্দির গুঁড়িয়ে দিল আইএস জঙ্গিরা

ঢাকা: ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের আরও এক বর্বরতা! সিরিয়ার প্রাচীন শহর পালমিরার ঐতিহাসিক বাল শামিন মন্দির বিস্ফোরণে গুঁড়িয়ে দিল জঙ্গিরা।

সিরিয়ার পুরাতাত্বিক নিদর্শন বিষয়ক প্রধান মামৌন আব্দুল করিম এ কথা জানিয়েছেন।

গত মে মাসে সিরিয়া ও ইরাকের একাংশ দখলে আসে আইএসের। আর এরপরই পুরাতাত্ত্বিকদের আশঙ্কা সত্যি করে প্রায় ২০০০ বছরের পুরানো রোমান আমলে নির্মিত এই মন্দির গুঁড়িয়ে দিল আইএস।

আব্দুল করিম জানিয়েছেন, আগেই তাঁরা আশঙ্কা করেছিলেন যে, পালমিরা দখলের পর মানুষের মনে সন্ত্রাস ছড়ানো আইএসের প্রথম কাজ হবে। আর এরপরই তারা  প্রাচীন মন্দির ধ্বংসের কাজ শুরু করবে।

আব্দুল করিমের আক্ষেপ, আমি চোখের সামনে পালমিরাকে বিধ্বস্ত হতে দেখছি। আগামীদিনে একমাত্র ভগবানই আমাদের সাহায্য করতে পারেন।

এক সপ্তাহ আগে আইএস জঙ্গিরা ৮২ বছরের শিক্ষাবিদ খালেদ আসাদকে খুন করেছিল। আসাদ পালমিরার প্রাচীন সামগ্রী সংরক্ষণ বিভাগের প্রধান হিসেবে প্রায় ৫০ বছর কাজ করেছেন। খুন করার আগে আসাদকে প্রায় একমাস ধরে তীব্র অত্যাচারও করেছে জঙ্গিরা।

পালমিরা আইএসের দখলে আসার আগেই সিরিয়ার আধিকারিকরা বেশ কিছু প্রাচীন মূর্তি নিরাপজ স্থানে সরিয়ে নিয়ে যান বলে জানা গেছে।

গত জুনেই পালমিরায় দুটি সৌধ উড়িয়ে দিয়েছিল জঙ্গিরা। ওই দুটি সৌধ রোমান আমলের না হলেও আইএস-এর ধারণা ছিল সেগুলি পৌত্তলিক ধারার সঙ্গে সংশ্লিষ্ট।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer