ঢাকা: দৈনিক মানবকণ্ঠে উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমান।
সোমবার তিনি নতুন কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে পরিচয় পর্ব সেরেছেন। পীর হাবিবের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন মানবকণ্ঠের একজন সিনিয়র সাংবাদিক।
১ ফেব্রুয়ারি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয় খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক-প্রতিবেদক পীর হাবিবুর রহমানকে। সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর কারণেই প্রথমবারের মতো চাকুরিচ্যুত হন বলে ফেসবুক স্ট্যাটাসে লিখেন পীর হাবিব নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছিল।
১৯৯২ সালে বাংলাবাজার পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করা পীর হাবিবর দৈনিক যুগান্তর, আমাদের সময়, আমাদের অর্থনীতি হয়ে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।