Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩১, শুক্রবার ২৮ মার্চ ২০২৫

বরেন্দ্র অঞ্চলে তীব্র হচ্ছে খাবার পানির সংকট

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫২, ৮ জুন ২০১৫

আপডেট: ২১:৪৫, ৯ জুন ২০১৫

প্রিন্ট:

বরেন্দ্র অঞ্চলে তীব্র হচ্ছে খাবার পানির সংকট

ফাইল ছবি

রাজশাহী: রাজশাহী অঞ্চলে চলছে তীব্র দাবদাহ। একইসঙ্গে দেখা দিয়েছে খাবার পানির সংকট। রাজশাহীর আবহাওয়া অফিস জানায়, এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। বৃষ্টি না হলে তা অব্যাহত থাকবে।

এদিকে রোববার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনও একই তাপমাত্রা ছিল এ অঞ্চলে। এর আগে ২২ মে রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক শহিদুল ইসলাম জানান, এ মুহূর্তে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা কয়েক দিন ভারি বৃষ্টিপাত না হলে রাজশাহী অঞ্চলের এ দাবদাহ কমার সম্ভাবনা নেই।

তিনি জানান, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার হেরফের না হলেও বাতাসে আপেকি আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দুর্বিষহ গরম পড়ছে।

এদিকে পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাওয়ায় বরেন্দ্র অঞ্চলে খাবার পানির সংকট দেখা দিয়েছে। অনেক টিউবওয়েলে পানি উঠছে না।

 শুধু গোদাগাড়ীর প্রায় ১০ হাজার অগভীর টিউবওয়েল অকেজো হয়ে পড়ায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়া তানোর, মোহনপুর এলাকার আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে এ সংকট প্রকট আকার ধারণ করেছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer