Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৩ ১৪৩১, রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪

এবার টেক্সাসে আঘাত হানছে ঘূর্ণিঝড় বেরিল : সতর্কতা জারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৯, ৭ জুলাই ২০২৪

প্রিন্ট:

এবার টেক্সাসে আঘাত হানছে ঘূর্ণিঝড় বেরিল : সতর্কতা জারি

ফাইল ছবি

মেক্সিকো উপসাগরে আবারও শক্তি সঞ্চার করেছে গ্রীষ্মমন্ডলীয় ঝড় বেরিল। যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে পৌঁছানোর আগে স্থানীয় সময় রোববার এটি ফের হারিকেনে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গ্রেনাডা, জ্যামাইকা এবং ইউকাতান উপদ্বীপের কিছু অংশে ব্যাপক তাণ্ডব চালানো বেরিল এবার মাতাগোর্ডার কাছে টেক্সাসে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

স্থানীয় সময় সোমবার ভোরের আগে বেরিল একটি শক্তিশালী ক্যাটাগরি ১ হারিকেন হিসেবে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ জন্য ইতোমধ্যে সতর্কতাও জারি করেছে স্থানীয় প্রশাসন। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, তীব্র গতির বাতাসের পাশাপাশি টেক্সাসের নিম্ন ও মাঝ উপকূলে ‘ভয়াবহ জলোচ্ছ্বাস’ বয়ে আনতে পারে বেরিল।পাশাপাশি, ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কাও করা হচ্ছে। 

কর্পাস ক্রিস্টির ঠিক দক্ষিণ থেকে গালভেস্টনের দক্ষিণ পর্যন্ত হারিকেন সতর্কতা এবং দক্ষিণ পাদ্রে দ্বীপের চারপাশ থেকে গ্যালভেস্টন উপসাগরের উত্তরে প্রসারিত হয়েছে জলোচ্ছ্বাসের সতর্কতা। এছাড়া, গ্রীষ্মমন্ডলীয় ঝড় সতর্কতার অধীনে রয়েছে হিউস্টন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer