Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৩ ১৪৩১, রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪

কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি রোববার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭, ১৮ জুলাই ২০২৪

প্রিন্ট:

কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি রোববার

ফাইল ছবি

কোটা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ চেম্বার আদালত এই আদেশ দেন। আপিল বিভাগের রোববারের কার্যতালিকায় তিন নম্বরে রাখা হয়েছে কোটা সংক্রান্ত আপিলের শুনানির আবেদনটি।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আগামী ৭ আগস্ট ২০২৪ সালে যে মামলাটার শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানি এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে, আগামী রোববার বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন।’

পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘কোটা বাতিল চেয়ে লিভ টু আপিল দ্রুত শুনানি করতে সরকারের পক্ষ থেকে আমাকে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা রোববার সকালেই আপিল বিভাগে লিভ টু আপিল দ্রুত শুনানির জন্য মেনশন করব। আশা করছি, জনগুরুত্ব বিবেচনায় আদালত আমাদের আবেদন গ্রহণ করবেন। শুনানিতে আমরা হাইকোর্টের রায় বাতিল চাইব।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer