Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩১, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন পাপন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ২১ আগস্ট ২০২৪

প্রিন্ট:

বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন পাপন

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বুধবার ক্রিকেট বোর্ডের জরুরি সভাতে এই সিদ্ধান্ত এল। যেখানে আগেই জানা গিয়েছিল এই সভা থেকেই পদত্যাগের ঘোষণা দেবেন পাপন। পরে বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এল সেই খবর। 

দেশের রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই খোঁজ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পাপনের। অবশেষে আজ পদত্যাগ করেছেন।

২০১২ সালে সরকার থেকে মনোনীত হয়ে বিসিবির সভাপতি হয়েছিলেন পাপন। এরপরের বছর নির্বাচনে জয়ী হয়ে টানা ১২ বছর এই পদেই ছিলেন তিনি। যদিও আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত তার বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ ছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer