Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩১, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ : আহত ১২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ৭ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ : আহত ১২

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১২ শ্রমিক।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। দুপুর ২টার দিকেও সংস্থাটির কুমিরা স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে বলে জানা গেছে।

সীতাকুণ্ড থানার ওসি কামালউদ্দিন বলেন, ‘সোনাইছড়ি শিপইয়ার্ডে এসএন করপোরেশন নামের ওই কারখানায় একটি পুরনো জাহাজ কাটার সময় সেটির পাম্প রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে।’

চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, ‘ইউনিটে ১২ জন ভর্তি আছেন। তাদের ১০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। আর সবারই শ্বাসতন্ত্র কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ডা. রফিক জানান, চিকিৎসাধীন জাহাঙ্গীরের শরীরের ৭০, আহমদ উল্লাহর ৯০, কাশেমের ৩৫, সাগরের ২৫, আল আমিনের ৮০, মইনুলের ৮০, হাবিবের ৪০, বরকতের ৫০, আনোয়ারের ২৫, রফিকের ১০ শতাশ পুড়ে গেছে। এছাড়া রফিকুল ও সাইফুল নামের দুই জনের কানে সমস্যা তৈরি হয়েছে।

পুলিশ এবং কারখানা কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer