Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৪ ১৪৩১, বুধবার ৩০ অক্টোবর ২০২৪

৩ দেশের রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

প্রকাশিত: ১৬:১৬, ২১ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

৩ দেশের রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও আরব আমিরাতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, রাশিয়ার মস্কোর বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কামরুল আহসান, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও আরব আমিরাতে আবুধাবীর বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফরের  চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

তিন রাষ্ট্রদূতের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
 
এর আগে সোমবার সিনিয়র সচিব পদমর্যাদায় আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রদূত হিসেবে পদায়নের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer