Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

মহাকাশে ভেঙে পড়েছে বোয়িংয়ের স্যাটেলাইট

প্রকাশিত: ১৬:৩৫, ২৪ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

মহাকাশে ভেঙে পড়েছে বোয়িংয়ের স্যাটেলাইট

ছবি- সংগৃহীত

বিশ্বখ্যাত বিমান ও মহাকাশযান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের তৈরি একটি স্যাটেলাইট মহাকাশে ভেঙে পড়েছে। এটি ছিল আইএসস-৩৩ই নামের একটি কমিউনিকেশন স্যাটেলাইট।

স্যাটেলাইটটির অপারেটর ইন্টেলস্যাট, নিশ্চিত করেছে স্যাটেলােইটটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ফলে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের গ্রাহকদের স্যাটেলাইট যোগাযোগ সেবায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।

ইন্টেলস্যাট আরও জানিয়েছে, তারা ঘটনাটির সামগ্রিক বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তারা বলছে, ‘আমরা বোয়িং এবং সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ডেটা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করছি।’

বোয়িং সরাসরি এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মহাকাশ ট্র্যাকিং ওয়েবসাইট ‘স্পেসট্র্যাক’ ঘটনাটি নিশ্চিত করেছে।

ওই প্ল্যাটফর্মের একটি সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন স্পেস ফোর্স প্রায় ২০টি স্যাটেলাইটের টুকরো ট্র্যাক করছে।
আরো পড়ুন

ইদানিং বোয়িয়ের সময়টা ভালো যাচ্ছে না।  বাণিজ্যিক বিমান নির্মাণ ব্যবসায় ধর্মঘট চলছে।  স্টারলাইনার স্পেসক্রাফটেও দেখা দিয়েছে সমস্যা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer