ফাইল ছবি
ইরানে মোহাম্মদ সাবাহি নামে এক জুমার খতিবকে গুলি করে হত্যা করা হয়েছে।শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের কাজেরুন শহরের এক মসজিদে এ ঘটনা ঘটেছে বলা জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
কাজেরুনের গভর্নর মোহাম্মদ আলী বেখরাদ জানান, শুক্রবারের নামাজ শেষে এক বন্দুকধারী ইমাম মোহাম্মদ সাবাহিকে লক্ষ্য করে গুলি করেন। এতে তিনি লুটিয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এদিকে খতিবকে গুলি করার পর হামলাকারী নিজেকেও গুলি করেন বলে জানিয়েছেন গভর্নর মোহাম্মদ আলী বেখরাদ।
তিনি জানান, এ ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে।