Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১২ ১৪৩১, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় কবি হেলাল হাফিজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ১৪ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় কবি হেলাল হাফিজ

ছবি- সংগৃহীত

রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ।

শনিবার  বিকেল ৩টার দিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মূল দরজার বাঁ পাশে বুদ্ধিজীবীদের জন্য নির্ধারিত কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এর আগে সকালে বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা এবং দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা হয়।

শুক্রবার দুপুরে পরীবাগের সুপার হোম নামে হোস্টেলের বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায় বরেণ্য এ কবিকে।

পরে তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer