ছবি: বহুমাত্রিক.কম
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর অধীনে বাস্তবায়নাধীন “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-বারি অংগ)” প্রকল্পে অন্তর্ভূক্ত গবেষণা কার্যক্রমসহ অন্যান্য কর্মকাণ্ড সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি অবহিতকরণ সভা রোববার বারি’র মহাপরিচালক মহোদয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো. মাহবুবুল হক পাটওয়ারী। এসময় পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. মহি উদ্দিন, বারি’র বিভিন্ন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন। পার্টনার প্রকল্প (বারি অংগ) এর সার্বিক কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. জগদীশ চন্দ্র বর্মন। বিশ্ব ব্যাংক এর অথার্য়নে প্রকল্পটি বাস্তবায়িত হতে যাচ্ছে।