Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার পেলেন বারির বিজ্ঞানী হাবিব

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৮, ৬ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার পেলেন বারির বিজ্ঞানী হাবিব

ছবি: বহুমাত্রিক.কম

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিব মোহাম্মদ নাসের বিশ্ব মৃৃত্তিকা দিবস পুরস্কার ২০২৩ অর্জন করেছেন।

কৃষি মন্ত্রণালয় কর্তৃক গত মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব মৃত্তিকা দিবস অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। 

উল্লেখ্য, ড. হাবিব মোহাম্মদ নাসেরের খাদ্য শৃঙ্খলে ভারী ধাতুর উপস্থিতি, মাটি-দূষণের প্রতিকার, বিভিন্ন সার ব্যবস্থাপনার উপর মৃত্তিকা বিজ্ঞান গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিমান জার্নালে তার ৬৪টিরও বেশি প্রকাশনা রয়েছে।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer