ছবি- সংগৃহীত
দেশের কৃষি খাতে উদ্ভাবন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নতুন সাতটি কৃষি গবেষণা উদ্যোগে অর্থায়ন করেছে বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
এর মধ্যে রয়েছে পুষ্টিসমৃদ্ধ গাজর ও টমেটোর জলবায়ু-সহনশীল জাত উন্নয়ন, পরিবেশবান্ধব উপায়ে পোকা দমনের মাধ্যমে আমের উৎপাদন বৃদ্ধি এবং সৌরচালিত সিস্টেম ব্যবহার করে অফ গ্রিড এলাকায় ধানের জমিতে সেচের প্রসার।
অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে মৎস্য চাষে বাণিজ্যিক খাদ্যের বিকল্প প্রস্তুতকরণ, আইওটি বা ইন্টারনেট অব থিংসভিত্তিক জল ব্যবস্থাপনার মাধ্যমে বোরো ধান চাষের উন্নতি করা, দেশীয় ছত্রাকযুক্ত জৈব সার ব্যবহার করে লবণাক্ত উপকূলীয় অঞ্চলে ফসলের সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার সাহায্যে গর্ভাবস্থা শনাক্তকরণের মাধ্যমে ডেইরি খাতের উৎপাদন বৃদ্ধি করা।