Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৭ ১৪৩১, মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫

আমন মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ৬ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

আমন মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

ফাইল ছবি

আসন্ন আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান।বুধবার (সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সভা শেষে খাদ্যসচিব মো. মাসুদুল হাসান জানান, আমন মৌসুমে ৩৩ টাকা দরে সাড়ে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৪৭ টাকা দরে সাড়ে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার।

এ ছাড়া ৪৬ টাকা দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। আর আতপ চাল ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ১০ মার্চ পর্যন্ত সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, গত বোরো মৌসুমে প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা। আর ২০২৩ সালে ধান-চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer