ঢাকা: আগামী এক মাসের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চিহ্নিত ঢাকায় ‘অতি ঝুঁকিপূর্ণ’ ৩২১টি ভবন অপসারণের নির্দেশ দিয়েছে ‘ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটি’।
সচিবালয়ে বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা-বিষয়ক আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় এ নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া অন্যান্য সিটি করপোরেশনের অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলোও একই সময়ের মধ্যে অপসারণের নির্দেশ আসে কমিটির তরফ থেকে। রাজউক ও সিটি করপোরেশনকে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করে কমিটিকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে সভায়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল এ নির্দেশ দিয়ে বলেন, ‘পাশাপাশি এ ভবনগুলোর বর্তমান পরিস্থিতির একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ৭ কার্যদিবসের মধ্যে কমিটিতে পেশ করতে হবে।’
সভায় জানানো হয়, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার জন্য ১৫৯ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হচ্ছে।
সভায় চিহ্নিত ঝুঁকিপূর্ণ সব ভবনের গ্যাস ও বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে, পানির লাইন বন্ধ করতে ওয়াসাকে এবং হোল্ডিং নম্বর বাতিল করার জন্য সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বহুমাত্রিক.কম