Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩১, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

স্থাপত্যশিল্পী মৃণাল হকের জানাজা অনুষ্ঠিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ২২ আগস্ট ২০২০

প্রিন্ট:

স্থাপত্যশিল্পী মৃণাল হকের জানাজা অনুষ্ঠিত

স্থাপত্য শিল্পী মৃণাল হকের জানাজা বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মৃণাল হককে সমাহিত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।দীর্ঘদিন ডায়াবেটিকসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত আনুমানিক ২টায় গুলশানের বাসায় ঘুমের মধ্যেই তিনি মারা যান। বাদ আসর গুলশান আজাদ মসজিদে তার জানাজা হওয়ার কথা রয়েছে।

মৃণাল হক ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে ভাস্কর্যের কাজ শুরু করেন। ২০০২ সালে তিনি দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দেশে ফিরে নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের `বক` ভাস্কর্যটি। রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনের রাজসিক, রাজারবাগ পুলিশ লাইনের দুর্জয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলী টাওয়ার ভাস্কর্যের জন্য সর্বাধিক পরিচিত মৃণাল হক।

 দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বিদেশের মাটিতে তার বেশ কিছু শিল্পকর্ম রয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে গ্রীক দেবী থেমিসের অনুকরণে ভাস্কর্য বানিয়ে সমালোচনার মুখে পড়েন এই ভাস্কর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer