Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১ ১৪৩১, মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪

একুশের অনুষ্ঠামালায় বঙ্গবন্ধু আবৃত্তি একাডেমির পরিবেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৩:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

একুশের অনুষ্ঠামালায় বঙ্গবন্ধু আবৃত্তি একাডেমির পরিবেশনা

-বঙ্গবন্ধু আবৃত্তি একাডেমির শিল্পীরা

কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠামালায় অংশ নিল বঙ্গবন্ধু আবৃত্তি একাডেমি। মঙ্গলবার দলীয় আবৃত্তি নিয়ে অংশ নিয়েছিল সংগঠনটি।

বিশিষ্ট আবৃত্তি শিল্পী মিজানুর রহমান সজলের তত্ত্বাবধানে ‘রক্ত ঝরা একুশ/ফাগুন দিনের আগুন, অমর একুশ’ শীর্ষক এই দলীয় আবৃত্তিতে উচ্চারিত হয় কবি আব্দুল মান্নান সৈয়দ, আবদুল গাফফার চৌধুরী, মুহম্মদ নুরুল হুদা, আসাদ চৌধুরী, আবিদ আনোয়ার, পূর্ণপাত্র,  মিহির কান্তি রাউত,সুদেব পাল, শোয়াইব আহমেদ, রূপশ্রী চক্রবর্তী, দ্বিপাশ আনোয়ারের কবিতার অংশ বিশেষ।  

বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক রূপশ্রী চক্রবর্তীর গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তিতে অংশ নেন-অংশগ্রহণে সংগীতা চৌধুরী,আফরোজা কণা,রূপশ্রী চক্রবর্তী, শোয়াইব আহমেদ,হৃদি, মিথিলা,রাত্রি, আফিয়া,রাকা,স্পন্দন, ওহী ও আশরাফুল ইসলাম।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer