Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১২ ১৪৩১, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ২০:৩১, ৯ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

ময়মনসিংহে মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

ছবি: বহুমাত্রিক.কম

শনিবার বিকেলে সমন্বিত  আলোচনা সভায়  সমঝোতার প্রেক্ষিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলমান ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে

৩ দিনের কর্মবিরতি শেষে রোববার থেকে কাজে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. প্রতীক বিশ্বাস। 

শনিবার বিকেলে মেডিকেল কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনায় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আবদুল কাদের, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি, বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সভা ডাঃ মতিউর রহমান ভূঁইয়াসহ শিক্ষক ও ইন্টার্ন চিকিৎসকরা। 

মোঃ আমিনুল হক শামীম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সৃষ্ট সমস্যার সমাধানে ঢাকায় জরুরি ফেলে ছুটে আসেন ময়মনসিংহে। শুক্রবার রাতে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার সাথে আলোচনায় মিলিত হয়ে সমস্যা সমাধানের করনীয় নির্ধারন করেন।  অবশেষে আমিনুল হক শামীমের নেতৃত্বই ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি সহ মেডিকেল কলেজের আরো একটি জটিল সমস্যার সমাধান হয়।

অপরদিকে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শনিবারও ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাদের দাবি, ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের সাময়িক বহিষ্কার নয়, স্থায়ী বহিষ্কার করে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি।

এদিকে, ৩ দিনের কর্মবিরতির কর্মসূচী শেষে রোববার থেকে কাজে যোগ দেয়ার ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছে ময়মনসিংহ ইন্টার্ন চিকিৎসক পরিষদ। তবে, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও থাকে বিবৃতিতে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়মিত ডাক্তারদের অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির প্রভাব পড়েনি রোগীর ওপর।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. নূর ফাতেমা জাহান মাধুরি জানান, ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকলেও নিয়মিত ডাক্তাররা অতিরিক্ত সময় দায়িত্ব পালন করেছেন। ফলে রোগীদেরকে ভোগান্তিতে পড়তে হয়নি।তবে হাসপাতাল পরিচালকের দাবি, তদন্ত শেষে খুব দ্রুতই সমাধান হবে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস বলেন, ‘এটি খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করা হবে। তদন্ত শেষে আশাকরছি এ পরিস্থিতির সমাধান হবে।’

উল্লেখ্য বুধবার রাতে রোগী দেখানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে রোগীর স্বজন ও পুলিশ সদস্যদের হামলার শিকার হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন ইন্টার্ন চিকিৎসক। এ ঘটনায় পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer