Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে পেশাজীবী সমন্বয় পরিষদের আহবায়ক মতিউর,সদস্য সচিব চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ১৫:১১, ২৭ আগস্ট ২০২৩

প্রিন্ট:

ময়মনসিংহে পেশাজীবী সমন্বয় পরিষদের আহবায়ক মতিউর,সদস্য সচিব চুন্নু

ছবি: বহুমাত্রিক.কম

ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি  ডা. মতিউর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাড. নজরুল ইসলাম চুন্নুকে সদস্য সচিব করে পেশাজীবী সমন্বয় পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

নবনির্বাচিত সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু ২৭ আগষ্ট জানান, কমিটি গঠন উপলক্ষ্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর আহবানে ও তাঁর সভাপতিত্বে গত ২৩ আগস্ট রাতে অ্যাড. নজরুল ইসলাম চুন্নুর বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে স্বল্প সময়ের মধ্যে অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরামর্শক্রমে প্রত্যেক পেশার প্রতিনিধি নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়। 

সভায়  আগামী ০৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন কর্মসূচি এবং ২৩ সেপ্টেম্বর শনিবার জেলা পরিষদ মিলনায়তনে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। 

মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন কালাম, প্রফেসর ডা. মির্জ্জা মানজুরুল হক, প্রফেসর ডা. মির্জা মোঃ নজরুল ইসলাম, অ্যাড. আবুল কাশেম, অ্যাড. রাখাল চন্দ্র সরকার, অ্যাড. পীযূষ কান্তিসরকার, অ্যাড. আব্দুর রহমান আল হুসাইন তাজ, অধ্যক্ষ এ.কে.এম আব্দুর রফিক, কৃষিবিদ ড. নির্মল চন্দ্র সাহা, কৃষিবিদ প্রফেসর ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অ্যাড. হাবিবুজ্জামান খুররম, অ্যাড. শিব্বির আহাম্মেদ লিটন, অ্যাড. আবদুল মোত্তালেব লাল, অধ্যক্ষ গৌতম সেনগুপ্ত পাপ্পু, অধ্যক্ষ এস.এম সফিকুল হায়দার মুকুল, অধ্যপক মফিজুন নূর খোকা, অধ্যক্ষ নীহার রঞ্জন রায়, অধ্যাপক দিলরুবা সারমীন, অধ্যাপক নূরুন্নিছা খানম শুচি, ডা. মোঃ রেজওয়ান রিফাত, অ্যাড. মতিউর রহমান ফয়সাল, অ্যাড. মাহবুব আলম মামুন প্রমুখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer