Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩১, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

মেট্রোরেলে চড়ে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ-উচ্ছ্বাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ১৭ মার্চ ২০২৪

প্রিন্ট:

মেট্রোরেলে চড়ে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ-উচ্ছ্বাস

ছবি- সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে মেট্রোরেলে চড়েছে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশু।

রোববার বেলা ১১টায় মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে শিশুরা। সেখান থেকে তারা উত্তরা স্টেশন পর্যন্ত যায়। সেখান থেকে বিআরটিসি বাসে করে তাদের মতিঝিল স্টেশন পর্যন্ত আনা হয়। এর মধ্য দিয়ে শেষ হয় শিশুদের আনন্দযাত্রা। মেট্রোরেলে শিশুদের মিষ্টি, কেক, চকলেট, চিপস, স্যান্ডউইচ ও ম্যাংগো ক্যান্ডি বিতরণ করা হয়।

সরেজমিন দেখা যায়, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মতিঝিল মেট্রো স্টেশনের কনকর্স প্লাজায় আসে শিশুরা। তাদের পরনে ছিল লাল রঙের টি-শার্ট ও মাথায় নেভি-ব্লু রঙের টুপি। সবার হাতে ছিল ছোট ছোট প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল: ‘শুভ জন্মদিন প্রিয় বঙ্গবন্ধু’। এ সময় আনন্দে আত্মহারা হয়ে ওঠে শিশুরা।

আয়োজকরা জানান, প্রায় সব শিশুরই মেট্রোরেলে এটা প্রথম যাত্রা। বিশেষ এই দিনে শিশুদের আনন্দ দেয়াতেই মূল স্বার্থকতা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer