Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৯ ১৪৩১, মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫

প্রতিজ্ঞায় অটুট থাকলে সফলতা আসবেই: নাছিমা আকতার রুমি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬, ১৮ মার্চ ২০২৩

প্রিন্ট:

প্রতিজ্ঞায় অটুট থাকলে সফলতা আসবেই: নাছিমা আকতার রুমি

-রোটারী ইন্টারন্যাশানাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর প্রেসিডেন্ট ইলেক্ট্র ট্রেনিং সেমিনারে শ্রেষ্ঠ অংশগ্রহণকারী আরআই চিটাগাং ইস্টের ইলেক্ট্র প্রেসিডেন্ট নাছিমা আকতারকে শুভেচ্ছা জানাচ্ছেন ইস্টের সদস্যবৃন্দ।

পিটিআই, চট্টগ্রামের সাবেক সুপারিন্টেন্ডেন্ট এবং রোটারি ক্লাব চিটাগাং ইস্ট-এর প্রেসিডেন্ট ইলেক্ট নাছিমা আকতার রুমি বলেছেন, সাহসিকতার প্রধানতম লক্ষণ হলো প্রতিজ্ঞায় অটুট থাকা। প্রতিজ্ঞায় অটুট থাকলে সফলতা আসবেই। এটি বারে বারে পরিক্ষিত এবং প্রতিষ্ঠিত সত্য। এজন্য সাহসিকতার অন্য নাম ধৈর্য। কোন কিছু অর্জনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করলে অবশ্যই ইতিবাচক কিছু অর্জন হবে।

তিনি আরো বলেন, ভবিষ্যৎ তারাই নির্মাণ করতে পারেন যারা ঝুকি গ্রহণ করতে পারেন। যারা জীবনে ঝুঁকি পরিহার করেন তাদের জীবনে কোন মহত্ত্ব নেই। রোটারী ইন্টারন্যাশানাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর প্রেসিডেন্ট ইলেক্ট্র ট্রেনিং সেমিনারে শ্রেষ্ঠ অংশগ্রহণকারী হিসেবে পুরস্কৃত হওয়ায় রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের সদস্যদের সাথে অভিজ্ঞতা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের উদ্যোগে ১৮ মার্চ, সন্ধ্যায় রোটারিয়ান নীলুফার আজাদের বাসভবনে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে ক্লাব সদস্যরা ইলেক্ট্র প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রেসিডেন্ট সবাইকে পিন পরিয়ে দেন। এসময় অন্যদের মধ্যে চার্টার প্রেসিডেন্ট সাইদুল ইসলাম বাবু, পাস্ট প্রেসিডেন্ট হাসিনা আক্তার লিপি, আজিজুর রহমান খান, কর্নেল (অব.) জয়নুর রশীদ, কামরুল ইসলাম, মোঃ শহিদুল্লাহ, রাকিবুল ইসলাম, নীলুফার আজাদ এবং রোটারী ক্লাব চিটাগং ইস্টের নতুন সদস্য রোটারিয়ান শ্যামল মজুমদার, লেখক-সাংবাদিক শওকত বাঙালি, মিজানুর রহমান প্রমুখ। ক্লাব সদস্যবৃন্দ প্রেসিডেন্ট ইলেক্টকে সফলভাবে ট্রেনিং সম্পন্ন করায় শুভেচ্ছা জানান এবং ইলেক্ট্র নাছিমা আকতার রোটারী ইন্টারন্যাশানাল ডিস্ট্রিক্ট ৩২৮২ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামীতে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, রোটারী ইন্টারন্যাশানাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর উদ্যোগে গত ১০ ও ১১ মার্চ দু’দিনব্যাপী প্রেসিডেন্ট ইলেক্ট্র ট্রেনিং সেমিনার (পেটস) কক্সবাজার অনুষ্ঠিত হয়। এতে ১৩৭ জন প্রেসিডেন্ট ইলেক্ট্র অংশগ্রহণ করেন। এর মধ্যে শ্রেষ্ঠ অংশগ্রহণকারী হিসেবে পুরস্কৃত হয়েছেন রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের ইলেক্ট্র প্রেসিডেন্ট নাছিমা আকতার রুমি। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer