-সিলেটে সস্ত্রীক পুলিশ প্রধান
দুই দিনের সরকারি সফরে সস্ত্রীক ২৮ এপ্রিল (শুক্রবার) রাতে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালেন বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।
এসময় আইজিপি'কে স্বাগত জানান সিলেট বিভাগীয় কমিশনার ড. মোঃ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম-সেবা, সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তাঁর সহধর্মিণী ডাঃ তৈয়বা মোসাররাত চৌধুরী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পুনাক, সিলেটে জেলা শাখার সভাপতি মোছাঃ শামীমা আকতার।