Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৯ ১৪৩১, শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় স্কুলছাত্র নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১১, ১৪ জুন ২০২৩

প্রিন্ট:

পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় স্কুলছাত্র নিহত

-প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার জমজ ভাইও গুরুতর আহত হয়। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত ১৩ বছর বয়সী হুসাইন ও আহত হাসান কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তারা উপজেলার আদর্শপাড়া গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। বুধবার তাদের স্কুলে আইসিটি পরীক্ষা ছিল।কটিয়াদী হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer