Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

এম সি কলেজের এইচএসসি’৯৪ ব্যাচের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩, ৩ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২১:৩৮, ৩ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

এম সি কলেজের এইচএসসি’৯৪ ব্যাচের আহ্বায়ক কমিটি গঠন

ছবি: বহুমাত্রিক.কম

এম সি কলেজের এইচএসসি’৯৪ ব্যাচের(শিক্ষাবর্ষ ১৯৯২-৯৩) বন্ধুদের এক মিলনমেলা ও মতবিনিময় সভা শনিবার বিকেলে কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বন্ধুরা অংশগ্রহণ করেন।প্রবাসে অবস্থানরত বন্ধুরা অনলাইনে সভায় অ়ংশ নেন।

এম সি কলেজের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. মহসিন আলী,গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. কামারুজ্জামান আলমগীর, সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিভূতিভূষণ দাশ ও ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালেদুর রহমান,শাবিপ্রবির সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন,সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শওকত আমিন তৌহিদ,নগরীর ব্যবসায়ী মো. ফয়জুর রহমান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ মোহাম্মদ আল-মোহাইমিন,বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিসিন বিশেষজ্ঞ ডা: মো. সাবের আহমদ,সিলেট সরকারী মহিলা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মোস্তাক হোসেন,এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার রেজাউর রফিক রতন,সিলেট জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট মো. শুয়েব,ইসলামী ব্যংক হবিগঞ্জ চুনারুঘাট শাখার ম্যানেজার আবু সাদত মো. মওদুদ আহমদ,সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল,সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মো: মহি উদ্দিন ফারুক,সিলেট সরকারি টেকনিক্যাল কলেজের বিভাগীয় প্রধান (নন-টেক) রশিদ আহমদ, সিলেট লিংক 3 এর এমডি মাসুদ রানা, চার্টার্ড একাউন্টেন্ট ইউকে প্রবাসী খালেদ বিন শহীদ, নগরীর ব্যবসায়ী  মোফাজ্জল ইমাম রুহেল,ফেঞ্চুগঞ্জ সার কারখানার অফিসার মোঃ রিয়াজুল ইসলাম,গুরুসদয় উচ্চ বিদ্যালয় ও কলেজ,জকিগঞ্জ এর ভাইস প্রিন্সিপাল সুব্রত রায়, প্রত্যয় ডেইরি এন্ড এগ্রো লিমিটেড,সালুটিকর,সিলেট এর এমডি তানিম দত্ত ছোট,পূবালী ব্যাংক কালিঘাট শাখা সিলেট এর সিনিয়র অফিসার মোঃ আব্দুল হাই মাসুদ, ইউসিবি ব্যাংক,শিবগঞ্জ শাখা, সিলেট এর ম্যানেজার মো. ইকবাল আহমদ, পরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, ফেঞ্চুগঞ্জ এর সহকারী প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম লোকমান,আগফৌদ নারাইনপুর পুরাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়,কানাইঘাট এর প্রধান শিক্ষক মো. আশিক আহমদ,সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডাক্তার মো. মিজানুর রহমান,সিলেট জজ কোর্টের এডভোকেট মো. শরীফুল হুদা সাবের,বালাগঞ্জ কৃষি ব্যাংকের ম্যানেজার এএফম শহিদুল ইসলাম,ইউকে প্রবাসী হিকমত আল শিহাব চৌধুরী,সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম দস্তগীর টিপু,ভেটেরিনারী চিকিৎসক ডা: আবুল খয়রাত মো. আহমদ,ডাচ বাংলা ব্যাংক শ্রীমঙ্গলের ডেপুটি ম্যানাজার সাজ্জাদুর রহমান,সাউথ ইস্ট ব্যাংক চৌহাট্রা শাখার ম্যানেজার শুয়েবুর রহমান,প্রাইম ব্যাংক আম্বরখানা শাখার অফিসার মোস্তাক আহমদ,সিলেট শিক্ষাবোর্ডের সেকশন অফিসার মোশাহিদ আলী,সুনামগঞ্জ এর ব্যবসায়ী জহিরুল ইসলাম,শমসেরনগর বিএএফ স্কুলে কর্মরত আশফাকুল মাহবুব পারভেজ,ফেঞ্চুগঞ্জ সার কারখানায় কর্মরত শাখাওয়াত আলম সাকু,সিলেট উইমেন্স মেডিকেল কলেজের আনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. সত্যজিৎ,ইউসিবি ব্যাংক কর্মকর্তা আমিনুল হক,সিলেট জেলা বারের সদস্য এডভোকেট কামাল উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় এইচএসসি'৯৪ ব্যাচের বন্ধুদের আরো সুসংগঠিত,এই প্লাটফর্মকে প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত,গ্রুপের সামগ্রিক কার্যক্রম ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।কমিটির আহবায়ক ছাতক ইউনিয়ন এসইডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন,সদস্য শাবিপ্রবি'র পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. খালেদুর রহমান,পুলিশ সুপার মো: জাবেদুর রহমান,ব্যবসায়ী ফয়জুর রহমান,সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শওকত আমীন তৌহিদ,সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান,এম সি কলেজের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো.মহসিন আলী,সাউথ ইস্ট ব্যাংক চৌহাট্রা শাখা ব্যবস্থাপক শুয়েবুর রহমান, ইসলামী ব্যাংক চুনারুঘাট শাখা ব্যবস্থাপক আবু সাদাত মো. মওদুদ আহমদ,এম সি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. কামারুজ্জামান আলমগীর,সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিভূতিভূষণ দাশ,দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, ব্যবসায়ী তানিম দত্ত ছোট,প্রবাসী শিহাব চৌধুরী,ইউকে প্রবাসী জালাল উদ্দিন,সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম দস্তগীর টিপু ও সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মহিউদ্দিন ফারুক।পরবর্তীতে নারী সদস্য কো-অপ্ট করা হবে।সভায় দেশ ও প্রবাসের সকল বন্ধুদের নিয়ে ডিসেম্বর মাসে অথবা সুবিধাজনক সময়ে একটি গেট টুগেদার /রি-ইউনিয়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।এ লক্ষে সকল বন্ধুদের সাথে যোগাযোগ করে এম সি কলেজ এইচএসসি'‌৯৪ প্লাটফর্মে যুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণসহ একটি পূর্ণাঙ্গ ডাটাবেইস তৈরী করা হবে।

বিকেল ৩ টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি কয়েকটি পর্বে বিভক্ত ছিল। প্রথমে এম সি কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে উপস্থিতি, চা-পর্ব, একে অপরের সাথে কুশলাদি বিনিময় হয়।দ্বিতীয় পর্বে কলেজ ক্যাম্পাসে সময় কাটানো,ঘুরে ঘুরে দেখা,আড্ডা ও পরিসংখ্যান বিভাগের কনফারেন্স হলে প্রবাসীদের সাথে ভার্চুয়াল আলোচনা এবং সমাপনী পর্বে শিক্ষাবিদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা সম্পন্ন হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer