Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৭ ১৪৩১, মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫

জনসমর্থন ছাড়া গায়ের জোরে ক্ষমতায় আসা যায় না : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ২৬ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

জনসমর্থন ছাড়া গায়ের জোরে ক্ষমতায় আসা যায় না : পরিকল্পনামন্ত্রী

ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, জনসমর্থন ছাড়া গায়ের জোরে দেশে বিশৃঙ্খলা করে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে হলে দেশের মানুষের সমর্থন লাগে, ভালোবাসা লাগে এবং জনপ্রিয়তা লাগে; যা এখন বিএনপির নেই। তাদের দেশের মানুষ ঘৃণা করে। তারা মহাসমাবেশের নামে দেশে অশান্তি সৃষ্টি করে, গাড়ি ভাঙচুর করে। তবে তাদের সাবধান করে দিতে চাই; সমাবেশের নামে শান্তিপ্রিয় দেশে অশান্তির আগুন জ্বালানোর চেষ্টা করলে দেশের সেবায় নিয়োজিত থাকা আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এমএ মান্নান বলেন, আমেরিকা, ভারত, চীন আমাদের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। তারা আমাদের দেশে আসবে, ঘুরবে, খাওয়া দাওয়া করবে, কথাবার্তা বলবে তারপর চলে যাবে। কিন্তু তাদের সিদ্ধান্তে দেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে না। দেশের মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। দেশের মানুষ যাকে ভোট দেবেন তিনিই প্রধানমন্ত্রী হবেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ঘরে ঘরে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা এ সরকার করে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের আধুনিক সুযোগ সুবিধা এই আওয়ামী লীগ সরকার করেছে। তাই দেশের উন্নয়নের স্বার্থের দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন প্রমুখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer