Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২২ ১৪৩১, বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে পার্কিংয়ে রাখা ৩ বাসে আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ২০ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

চট্টগ্রামে পার্কিংয়ে রাখা ৩ বাসে আগুন

ছবি- সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় রাস্তার পাশে পার্কিংয়ে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন হরতাল সমর্থকরা।সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে তিনটি বাসই ভস্মীভূত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম কারনাইম হুমায়ূন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মডেল মসজিদের একটু দক্ষিণে ওই বাসগুলো নিজস্ব ডিপোতে ছিল। 

পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দুটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চলাচল করত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer