Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৮ ১৪৩১, শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কোয়েস্ট ২০২৩ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ২৯ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কোয়েস্ট ২০২৩ অনুষ্ঠিত

ছবি: বহুমাত্রিক.কম

কৃষি গবেষণা ফাউন্ডেশনের এমসিসিএ, সিআরপি-২ প্রকল্পের অর্থায়নে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরীর লক্ষ্যে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কোয়েস্ট বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

জলবায়ু পরিবর্তনের ফলে আগামী কৃষির চ্যালেঞ্জ মোকাবেলা ও সম্ভাব্য সমাধানকে সামনে রেখে নাটক, বৈজ্ঞানিক পোস্টার, ভিডিও বার্তা ইত্যাদি সৃজনশীল কর্মকান্ড প্রদর্শনের বিভিন্ন ইভেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ (তিনশত) শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নাট্যাংশে টিম রাইজোব্যাকটেরিয়া, আইকারাস ও ড্রিমার এ তিনটি সেরা টিম হিসেবে নির্বাচিত হয়।

এছাড়া পোস্টার তৈরিতে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এস. কে রেজওয়ানা কাদির রাইসা চ্যাম্পিয়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের খালিদ হাসান মিলু প্রথম রানার আপ এবং জান্নাতুল ফেরদৌস মিতি দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন।

ভিডিওগ্রাফিতে সেরা টিম নির্বাচিত হয় যথাক্রমে: দ্যা টুমোরো, স্যাম-স্কোয়াড দ্যা ইকো-গ্রো ও দ্যা কিংফিশার।

এমসিসিএ প্রকল্পের ডেপুটি কো-অর্ডিনেটর প্রফেসর ড. মিজানুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন প্রকল্পের কো-অর্ডিনেটর ড. যতীশ চন্দ্র বিশ্বাস, প্রফেসর মো. নাসিমুল বারি, প্রফেসর ড. নাসরিন আক্তার আইভি, প্রফেসর ড. মোর্শেদুর রহমান, প্রফেসর ড. আবু সাদেক মোহাম্মদ সেলিম, প্রফেসর ড.  আবিয়ার রহমান, প্রফেসর ড.  মোঃ সাইফুল আলম, প্রফেসর ড.  এস এম রফিকুজ্জামান, প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন, প্রফেসর ড.  মইনুল হোসেন অলিভার, প্রফেসর ড. মোতাহার হোসেন, প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর ড. দেবাশিস চন্দ্র আচার্য্য ও সহযোগী অধ্যাপক কেয়া রানী দাস। অনুষ্ঠানে কৃষি গবেষণা ফাউন্ডেশনের পক্ষে আরো উপস্থিত ছিলেন ড. শাহরিনা আক্তার। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং এমএস শিক্ষার্থী নুসরাত জাহান রোবাইদা, মো. মোস্তাকিম বিল্লাহ এবং বিএস শিক্ষার্থী তানভীরুল ইসলাম আলভী সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer