Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩১, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫২, ২৭ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১০:১৪, ২৭ ডিসেম্বর ২০২৩

প্রিন্ট:

মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল ও নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চান্দের বাজারের কাছে বালিগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক সাঈদ ভূঁইয়া (৪৪) ও নছিমনে থাকা আলু ব্যবসায়ী স্বপন(৩৯)। সাঈদ ভূঁইয়া মুন্সীগঞ্জের লৌহজংয়ের বনসেমন্ত গ্রামের আলী মোহাম্মদ ভূঁইয়ার ছেলে এবং স্বপন নারায়ণগঞ্জের ফতুল্লার চরপ্রসন্ন নগরের মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চান্দের বাজারের কাছে বালিগাওগামী মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ দুর্ঘটনা ঘটে। 

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আহত আবু হানিফাকে (৪৬) উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer