Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৮ ১৪৩১, মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪

বাংলা পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১০:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

বাংলা পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ফাইল ছবি

বাংলা পরীক্ষা খারাপ হওয়ায় সাফিয়া তাসনিম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। রোববার বেলা দেড়টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যে কোনো সময় স্থানীয় কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাসনিমের বাবা শামীম হায়দার মারা যাওয়ায় তার মা মাহমুদা বেগমের সঙ্গে টঙ্গীর কলেজগেট এলাকার সাজেদুল আলম রিয়াদের বাসায় ভাড়া থাকতো তারা। 

নিহতের পরিবারের বরাত দিয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই আল আমিন জানান, সাফিয়ার মা ঢাকার মহাখালীতে চাকরি করেন। পরীক্ষা শেষে বাসায় ফেরার পর সে রুমের দরজা বন্ধ করে ফেলে। সন্ধ্যা ৬টার দিকে তার মা অফিস থেকে বাসায় এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পায়নি। এরপর জানালা দিয়ে ফ্যানের সঙ্গে মেয়েকে ঝুলতে দেখে চিৎকার দেয়। 

এ সময় প্রতিবেশীরা এসে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশ নীচে নামায়। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে।তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে পরীক্ষা খারাপ হওয়ায় সাফিয়া আত্মহত্যা করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer