Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৬ ১৪৩১, সোমবার ২০ জানুয়ারি ২০২৫

নির্মাণাধীন ব্রিজে মোটরসাইকেলের ধাক্কা, ২ আরোহী নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ৬ মার্চ ২০২৪

প্রিন্ট:

নির্মাণাধীন ব্রিজে মোটরসাইকেলের ধাক্কা, ২ আরোহী নিহত

ফাইল ছবি

সাতক্ষীরার আশাশুনিতে নির্মাণাধীন একটি ব্রিজে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাঁদাকাটি বাঁকা সড়কের শ্রীধরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৮) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম (১৮)। এ ছাড়া আহত হয়েছেন তারক ঘোষের ছেলে কর্নেল ঘোষ (১৭)।

এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ছাড়া আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer