ফাইল ছবি
শান্তিগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহতদের মধ্যে একজন সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং অন্যজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার সকাল উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের থলেরবন্দ গ্রামের সড়কে ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। নিহতরা হলেন- একই গ্রামের আবদুল আওয়াল (৪০) ও নুর মোহাম্মদ (৪৫)।সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন।
তিনি জানান, সড়কে ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন সুনামগঞ্জ সদর হাসপাতালে এব্ং অন্যজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।