Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৭ ১৪৩১, রোববার ২২ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ২৪ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ফাইল ছবি

ময়মনসিংহে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অটোরিকশা যাত্রী স্বামী-স্ত্রীর। এ ঘটনায় আহত হয়েছে এক শিশু।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বিদ্যাময়ীর পেছনে রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট নাজমুল হক খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পথে বিদ্যাময়ী রেলক্রসিং রেললাইনে উঠে পড়া রিকশাটিকে ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী স্ত্রী মারা যায়। এ ঘটনায় আহত হয় এক শিশু।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের ঠিকানা জানাতে পারেননি তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer