Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩১, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষ : মৃতের সংখ্যা বেড়ে ১৬

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ২৫ এপ্রিল ২০২৪

আপডেট: ১০:২২, ২৫ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

ফরিদপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষ : মৃতের সংখ্যা বেড়ে ১৬

ফাইল ছবি

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের কানাইপুর তেঁতুলতলায় ১৬ এপ্রিল উত্তরা ইউনিক পরিবহণের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হন। মারাত্মক আহত হুরি বেগম মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে।

এর আগে সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপে থাকা নারী, পুরুষ, শিশুসহ নিহত ১১ ও হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যান। পিকআপে নিহত রাকিবুল ইসলাম মিলনের পরিবারের ৫ জনের মধ্যে বেঁচে থাকা একজন ছিলেন তার মা হুরি বেগম।

এ ঘটনার ৭ সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী সিদ্দিকী রোববার তাদের অনুসন্ধানী প্রতিবেদন জমা দেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের কাছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer