Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩২, শনিবার ১৯ এপ্রিল ২০২৫

টঙ্গীতে আগুনে পুড়ে ছাই খাদ্যপণ্যের ৫টি গুদাম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ২৫ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

টঙ্গীতে আগুনে পুড়ে ছাই খাদ্যপণ্যের ৫টি গুদাম

ফাইল ছবি

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের মিলগেট এলাকায় ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পাঁচটি গুদামে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় স্থানীয় বিএনপি গলিতে আগুন লাগার এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৭টার দিকে হঠাৎ করেই ওই এলাকার একটি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পাশের গুদামে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। 

টঙ্গী ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আক্তার মুন্সী, সাঈদ, জয়নাল ও মিলন মিয়ার পাঁচটি গুদামে রক্ষিত কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, সকাল পৌনে ৭টায় তুলার গুদামে আগুন লাগার খবর পাই। টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে ২ ঘণ্টা চেষ্টা করে সকাল পৌনে ৯টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer