Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৪ ১৪৩১, বুধবার ২৯ জানুয়ারি ২০২৫

হবিগঞ্জে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ৩০ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

হবিগঞ্জে পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফাইল ছবি

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় মাছবোঝাই পিকআপ ও ফ্রেস সিমেন্ট বোঝাই ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর সুতাং বাজার থেকে মাছবোঝাই পিকআপটি বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছে সিলেট গামী ফ্রেস সিমেন্ট ট্রাক তগলী নামক স্থানে পৌঁছলে উভয় গাড়ির সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুৃচড়ে যায়, এ ঘটনায় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুজন মারা যায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ  লাশ উদ্ধার করে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer