Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১০ ১৪৩১, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫

কুমিল্লায় যুদ্ধাপরাধী গ্রেফতার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ১৩ মে ২০২৪

প্রিন্ট:

কুমিল্লায় যুদ্ধাপরাধী গ্রেফতার

ফাইল ছবি

কুমিল্লায় আবু বকর সিদ্দিক নামের পলাতক এক যুদ্ধাপরাধীকে গ্রেফতার করা হয়েছে। জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক ওই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

আবু বক্কর সিদ্দিক (৮০) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উত্তর কদমতলা গ্রামের মৃত মান্দার সর্দারের ছেলে। 

সোমবার দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক, উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান।

তিনি জানান, রোববার রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এবং র‌্যাব-৬, সিপিসি-১ এর যৌথ অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লায় এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন।

তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer