Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ৬ ১৪৩১, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪১, ১৩ জুন ২০২৪

প্রিন্ট:

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

বুধবার (১২ জুন) সকালে উখিয়ার ঘোনারপাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার হয়। 

নিহতের নাম আব্দুল মোনাফ (২৬) । তিনি উখিয়া উপজেলার ঘোনার পাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা আজিম উল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।

তিনি জানান, সন্ত্রাসীদের সঙ্গে এপিবিএন পুলিশের গোলাগুলির একপর্যায়ে এক সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মোনাফ একজন চিহ্নিত সন্ত্রাসী ও আরসা কমান্ডার। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন তিনি।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer