Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৪ ১৪৩১, মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫

মালবাহী ট্রাক উল্টে, টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০০, ১৪ জুন ২০২৪

প্রিন্ট:

মালবাহী ট্রাক উল্টে, টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ফাইল ছবি

টাঙ্গাইলে মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে উত্তরবঙ্গগামী লেনে ১৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।  পরে মালামালসহ গাড়ি সরিয়ে নেওয়ার পর পরিবহণগুলো ধীরগতিতে চলাচল করছে।  তবে মহাসড়কের ঢাকামুখি লেনে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর সকাল ৮টার দিকে মালবাহী ট্রাকটিকে সরিয়ে নেওয়া হলে যানবাহন ব্যাপক চাপ বাড়ে। এতে ধীরগতিতে চলছে যানবাহন। পরে মালামালসহ গাড়ি সরিয়ে নেওয়ার পর পরিবহণগুলো ধীরগতিতে চলাচল করছে।  তবে মহাসড়কের ঢাকামুখি লেনে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।  

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোরে একটি মালবাহী ট্রাক সড়কে উল্টে যায়।  এতে ট্রাকে থাকা মালের বস্তাগুলো সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।  ফলে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লেনে।  তবে সার্ভিস লেন চালু ছিল।  ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer