Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৫ ১৪৩১, রোববার ৩০ জুন ২০২৪

ট্রেনের লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৪, ২৬ জুন ২০২৪

প্রিন্ট:

ট্রেনের লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ

-ছবি সংগৃহীত

চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জে লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজগাঁও-মোগলাবাজার সেকশনের মধ্যে ট্রেনটি লাইনচ্যুত হয়। খবর বাংলাদেশ প্রতিদিন’র

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোগলাবাজার-মাইজগাঁও সেকশনে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটির পাঁচ-ছয়টি বগি রেললাইন থেকে পড়ে যায়। এতে বেশ কিছু যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer