Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৫ ১৪৩১, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪

বগুড়ায় ভয়াবহ তাণ্ডবলীলা: ১০ মামলায় গ্রেপ্তার ৯৭

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৬, ২৫ জুলাই ২০২৪

প্রিন্ট:

বগুড়ায় ভয়াবহ তাণ্ডবলীলা: ১০ মামলায় গ্রেপ্তার ৯৭

ছবি- সংগৃহীত

বগুড়ায় বিভিন্ন স্থাপনায় চালানো হয়েছে ভয়াবহ তাণ্ডবলীলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্পষ্ট হচ্ছে চালানো ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের এসব ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১০ মামলায় ৯৭ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে ঢুকে সরকার হটাতে নাশকতা চালায় দুর্বৃত্তরা। আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় চালানো হয় ভাঙচুর। সড়কে প্রতিবন্ধকতা তৈরিতে কেটে ফেলা হয় অর্ধশত গাছ। পুড়ে ছাই অস্থায়ী পুলিশ বক্স। মুজিব মঞ্চ, বঙ্গবন্ধুর ম্যুরাল, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ডাকঘর- সবখানেই তাণ্ডব। হামলায় তছনছ জেলা আওয়ামী লীগ কার্যালয়ও। জ্বালিয়ে দেয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মুজিবর রহমান মজনু বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে চালানো হয়েছে এই নাশকতা। জামায়াত, শিবির ও বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে, এটা পরীক্ষিত সত্য। ভিডিও ফুটেজগুলো দেখলেই এর সত্যতা পাওয়া যাবে।’

ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক মেহেরুল সুজন বলেন, ‘নগরে যে তাণ্ডবটা আমি দেখেছি, সেটা পাকহানাদার বাহিনীর সেই হামলাকেও হার মানিয়ে দিয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা এ দেশের মানুষ না, মনে হয়েছে অন্য দেশের লোক তারা।’

বগুড়া জেলা পুলিশ সুপার জাকির হোসেন বলেন, ‘সারা দেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে বগুড়াতেও একটি গোষ্ঠী নাশকতা চালিয়েছে। দ্রুতই জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। আমরা কয়েকজনকে গ্রেফতারও করেছি।’

বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘সাঁড়াশি অভিযান চলছে। ইতিমধ্যেই ১০টি মামলা হয়েছে। এ ঘটনায় ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ অভিযান চলবে।’

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে গত ১৬ জুলাই বগুড়ায় চালানো হয় এমন নাশকতা। যার ক্ষতচিহ্ন এখন জেগে উঠছে।

এর একদিন বিরতি দিয়ে ১৮ জুলাই শহরজুড়ে আবারও চালানো হয় তাণ্ডবলীলা। কেটে ফেলা হয় বনানী-মটিডালি সড়কের ডিভাইডারে থাকা অন্তত অর্ধশত ছোট-বড় গাছ। ভাঙচুর করা হয় সদর উপজেলার ভূমি অফিস ও বিভিন্ন বাণিজ্যিক ভবনও।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer