Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৪ ১৪৩১, বুধবার ২৯ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ২৭ জুলাই ২০২৪

প্রিন্ট:

কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি

কুড়িগ্রামের উলিপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ইন্দারারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইন্দারারপাড় গ্রামের হাবিবুর রহমানের মেয়ে হাসি আক্তার (৭) ও মোন্নাফ আলীর মেয়ে মিম আক্তার (৮) শুক্রবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে বুড়িতিস্তার নালার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে বুড়িতিস্তায় দুই শিশুকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। 

হাসি আক্তার বাগচির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ও মিম আক্তার ইন্দারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে আসার পূর্বেই দুই শিশুর মৃত্যু হয়েছে।উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনে সেখানে পুলিশের মোবাইল টিম পাঠানো হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer