Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৫ ১৪৩১, বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪

মসিক’র  ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করলেন মেয়র টিটু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৬, ১ আগস্ট ২০২৪

প্রিন্ট:

মসিক’র  ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করলেন মেয়র টিটু

ছবি: বহুমাত্রিক.কম

'বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ' শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশেনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।  মেলার ২৯ টি স্টলে দেশি-বিদেশি নানা  উন্নত জাতের ফলদ বৃক্ষ, সৌন্দর্যবর্ধনকারী ইত্যাদি গাছের চারা বিক্রি হচ্ছে।

উদ্বোধনকালে মেয়র টিটু বলেন, গাছের কোন বিকল্প নেই। এ বছর আমরা তীব্র তাপদাহ দেখেছি। এমন পরিস্থিতি থেকে গাছ আমাদের রক্ষা করতে পারে।

তিনি আরও বলেন, আমরা প্রতিবছরই এ মেলার আয়োজন করে থাকি যাতে গাছ লাগানোর শ্লোগানকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়।  এ মেলার মাধ্যমে নতুন প্রজন্ম গাছ সম্পর্কে জানতে ও চিনতে পারেএবং তাদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হয়।

মেয়র জানান, ছাদে বা আঙিনায় গাছ লাগালে কর রেয়াতের বিষয়টি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিবেচনায় রয়েছে। দ্রুতই বিষয়টি কার্যকর করা হবে।

এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান ভাণ্ডার ও ক্রয় মোঃ বুলবুল জনসংযাগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer