Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে খেলনা পিস্তল নিয়ে তোলপাড়

ঠাকুরগাঁও সংবাদদাতা

প্রকাশিত: ২২:৫২, ৩ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

ঠাকুরগাঁওয়ে খেলনা পিস্তল নিয়ে তোলপাড়

ছবি: বহুমাত্রিক.কম

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর নিচ থেকে আগ্নেয়াস্ত্র (পিস্তল) মনে করে দুটি খেলনা পিস্তল নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

মঙ্গলবার সকালে টাঙ্গন নদীর ধারে এ ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধারের পর থেকে এলাকার লোকজন ছুটে আসেন একনজর দেখতে।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয় দুই শিশু নদীতে মাছ ধরতে গেলে পিস্তল দুটি দেখতে পায়। প্রথমে তারা বুঝতে পারেনি এটি খেলনা পিস্তল। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সেগুলো পর্যবেক্ষণ করে দেখেন এগুলো খেলনা পিস্তল। 

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, স্থানীয়রা সচেতন বলেই তারা সাথে সাথে পুলিশকে খবর দিয়েছে। আমি আশা করবো সকলে এভাবে সচেতন থেকে পুলিশের পাশে থেকে সাহায্য করবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer