ছবি: বহুমাত্রিক.কম
আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)-২ মুক্তাগাছার সাইবার ক্রাইম সেল দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৭৪ টি মোবাইল সেট উদ্ধার করে নিজ নিজ মালিকদের কাছে হস্তান্তর করেছে।
মুক্তাগাছা ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে আরো জানান, এপিবিএন-২ অধীন রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবান কর্তৃক বিভিন্ন কোম্পানির ৭৪ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ১৭,৬০,৭৮০/- (সতেরো লক্ষ ষাট হাজার সাতশত আশি) টাকা ও বিকাশ/নগদে ভুলক্রমে চলে যাওয়া ৪,১৬,৫৭০/- (চার লক্ষ ষোল হাজার পাঁচশত সত্তর) টাকা উদ্ধার পূর্বক মালিকের নিকট হস্তান্তর এবং বন্যায় ক্ষতিগ্রস্থ পুলিশ সদস্য’দের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এপিবিএন অধিনায়ক আরো জানান, দেশের বিভিন্ন স্থানের হারানো ও চুরি যাওয়া মোবাইলের সাধারণ ডায়েরি সূত্র ধরে এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম ৭৪ টি উদ্ধার করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের পুলিশ পরিদর্শক (নিঃ) সাজেদুল ইসলাম, ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক (সঃ) আল-আমীন, অপারেশন শাখার ইনচার্জ এসআই মাইকেল বনিক, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ মোঃ পলাশ হোসেন এবং মোবাইল উদ্ধার স্পেশাল টিমের ইনচার্জ কামরুল হাসান ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।