Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩১, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

শার্শা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশিকে আটক

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৭, ৫ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

শার্শা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশিকে আটক

ছবি- সংগৃহীত

যশোর :

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ রয়েছে। তবে আটককৃতদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার রাতে শার্শা সীমান্তের পাঁচভূলেট এলাকার একটি মাঠ থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান  বিজিবি।আটককৃতরা হলেন,বাগেরহাটের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০),সঞ্জয় শিকদারের মেয়ে অর্পিতা শিকদার (৩০), মাগুরার গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭) ও গিরিশচন্দ্রের মেয়ে দিঘি জোয়ারদার (১৪)। 

খুলনা ২১বিজিবি ব্যাটালিয়নের পাঁচভুলোট বিজিবি ক্যাম্প ইনচার্জ হাবিলদার মো.ওমর ফারুক বলেন,  'সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধ পথে ভারতে ঢুকবে' তাদের কাছে গোপন এমন একটি খবর আসে।পরে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী পাচভুলোট মাঠ থেকে বাংলাদেশিকে ৪ আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer