Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৯ ১৪৩১, শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫

নরসিংদীতে ট্রাকের ধাক্কায় সিএনজির ৬ যাত্রী নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ২৬ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

নরসিংদীতে ট্রাকের ধাক্কায় সিএনজির ৬ যাত্রী নিহত

ছবি- সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই নারী যাত্রীসহ ৬ জন নিহত হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। শনিবার বেলা পৌনে একটার দিকে উপজেলার শিবপুর-মনোহরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর থানার ওসি আফজাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে ওসি আফজাল বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে মনোহরদী থেকে শিবপুরের ইটাখোলা মোড় যাচ্ছিল। পথে পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশাটির চালক ও দুই নারী যাত্রীসহ ছয় জনের মৃত্যু হয়। খবর পেয়ে চাপা পড়া অটোরিকশাটি থেকে যাত্রীদের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন শিবপুর থানার ওসি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer