Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২২ ১৪৩১, বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪

ময়মনসিংহের আকুয়া খাল পরিচ্ছন্নতা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৯, ১ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

ময়মনসিংহের আকুয়া খাল পরিচ্ছন্নতা শুরু

ছবি: বহুমাত্রিক.কম

ময়মনসিংহ নগরীর দখল-দূষণ আক্রান্ত আকুয়া খালের ১২ টি পয়েন্টে পরিছন্নতা অভিযান শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবেউদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া ।

শুক্রবার সকালে আকুয়া খালপার এলাকায় জাতীয়  যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উম্মে সালমা তানজিয়া আরো বলেন, নগরীর যানজট, খাল দূষন, নদের পানি প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি ইত্যাদি দূরসনে উদ্যোগ নেয়া হয়েছে। অক্সিজেনের গাছ কত উপকারী তা কেটে সাবাড় করছি। নতুন গাছ লাগাতে হবে। জলধারকে প্রবাহ যুক্ত রাখা। বড় দুটি মাকড়জানি খাল ও আকুয়া খালকে পরিষ্কার পরিচ্ছন্ন করার উপযোগী করা হবে বলে।

জাতীয়  যুব দিবস উপলক্ষে ৫ জনের মাঝে ১ লক্ষ করে টাকা করে যুব ঋণের  চেক প্রদান করা হয়। ১ নভেম্বর শুক্রবার সকালে নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন খালের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান  জেলা প্রশাসক মফিদুল আলমের সভাপতিত্বে যুব উন্নয়নের অপু পরিচালক মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে    মসিকের প্রধান নির্বাহী মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার,

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. নাজমুল হুদা,অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী  নন্দি সহ প্রশাসন ও  বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer