Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২২ ১৪৩১, বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪

খিলক্ষেতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ চেকপোস্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭, ৩ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

খিলক্ষেতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ চেকপোস্ট

ছবি- সংগৃহীত

অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে খিলক্ষেতে বাংলাদেশ সেনাবাহিনী এবং খিলক্ষেত থানা পুলিশ ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করেছে।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে সর্বমোট ৯২টি মামলা ও ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন প্রকার সমস্যাজনিত সর্বমোট ৬টি গাড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়াও দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থি সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer