Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২২ ১৪৩১, বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ৫ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি- সংগৃহীত

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের মোগরখাল ও কোনাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার সকালে আন্দোলনে নেমে সড়ক অবরোধ করেন। আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করে।গাজীপুর শিল্পাঞ্চল-২ পুলিশের পুলিশ সুপার (এসপি) সারওয়ার আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালে বকেয়া বেতনের দাবিতে মোগরখাল এলাকায় টিএনজি অ্যাপারেলস লিমিটেডের পোশাক কারখানা শ্রমিকরা আন্দোলনে নামে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে অবরোধ সৃষ্টি করলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে যানজট দেখা দেয়। এতে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, টিএনজি গ্রুপে তিন হাজার ৩০০ জন শ্রমিক কাজ করেন। কারখানার শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও বেতন পরিশোধে টালবাহানা করছে মালিকপক্ষ। তাদের বেতন পরিশোধ না করায় তারা আন্দোলন করছেন।

পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে তাদের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করে। পরে তারা সরে যায়। এ ছাড়া শ্রমিক অসন্তোষ নিরসনে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে আলোচনা করছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, টিএনজি কারখানা শ্রমিকরা প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer